রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
২৮ জুন ২০২০ ০২:২৭

আপডেট:
৯ মে ২০২৪ ০৬:০৫

ছবি: প্রতীকী

১৬.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি’র মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। গতকাল শুক্রবার ( ২৬ জুন) পরিচালিত অপারেশনে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- মাদক ব্যবসায়ীরা হলেন লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার জমগ্রাম বাউরা বাজার এলাকার মৃত আমের আলীর ছেলে মোঃ শামছুল হক (৫৩) এবং কুমিল্লা জেলা মহোরগঞ্জ থানার আটিয়াবাড়ি দাদঘর গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ আলমগীর (৩০)।

তারা স্বীকার করে যে, পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয় করে আসছে।

রাজশাহী র‌্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসার মোড় জনসেবা হাসপাতালের সামনে বগুড়া হইতে নাটোর গামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে আনুমানিক দুপুর ২টার দিকে একটি বাঁশ বোঝাই লরি তল্লাশি করে ১৬.৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

এসময় তাদের নিকট থেকে ৪ টি মোবাইল ফোন, ৫ টি সীমকার্ড ৩ টি মেমোরীকার্ড, ১ টি লরী, লরীতে থাকা ৭৩০ পিস বাঁশ, ১ টি ড্রাইভিং লাইসেন্স, ১ টি জাতীয় পরিচয়পত্র, গাড়ীর ১ টি ফিটনেস সার্টিফিকেট, ১ টি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ১ টি ইন্সুরেন্স সার্টিফিকেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top