আরএমপি’র অভিযানে আটক ৫, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে মোট ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও একজনের কাছে ৪ গ্রাম হেরোইন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরএপি’র মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
বিভিন্ন সময় পরিচালিত অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও ডিবি পুলিশ ১ জন, মতিহার থানা ৩ জন ও কাশিয়াডাঙ্গা থানা ১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী আর ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৪ গ্রাম হেরোইনসহ আক্কাছ আলীকে (৪০) আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ।
আরপি/ এমএএইচ-০১
বিষয়: আরএমপি অভিযান আটক ৫ মাদকদ্রব্য উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: