রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত সাংবাদিকদের পাশে পুলিশ


প্রকাশিত:
২৩ জুন ২০২০ ০৫:০১

আপডেট:
২ মে ২০২৪ ১৪:৪৯

 

করোনা আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (২২ জুন) সকালে করোনা আক্রান্ত রাজশাহীর তিন সাংবাদিকের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের নেতৃত্বে এদিন চাল, ডাল, আলু, তেল, লবন, মধু, কালোজিরা, হ্যান্ডওয়াসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ওই তিন সাংবাদিকের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

জানা গেছে, শনিবার (২০ জুন) রাজশাহীতে চার সাংবাদিকসহ ২৫ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত চার সাংবাদিক হলেন- স্থানীয় দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর (২৪), রাজশাহী সংবাদের স্টাফ রিপোর্টার আব্দুর রহিম (২৩), কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী জেলা প্রতিনিধি মেহেদী হাসান (২৩) ও দৈনিক সোনালী সংবাদের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান (৩৫)। রামেক হাসপাতালের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান নূর, আব্দুর রহিম ও মেহেদী হাসান রাজশাহীর নগরীর একটি মেস বাড়িতে থাকেন। করোনা সনাক্তের পর পুলিশ বাড়িটি লকডাউন করে দেয়। ফলে নিজেদের প্রয়োজন মেটাতে সাংবাদিকরা আরএমপি’র মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করেন। আরএমপি মূখপাত্রের ব্যবস্থাপনায় বোয়ালিয়া থানা পুলিশ তাদেরকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এ বিষয়ে ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, করোনাকালে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই সাংবাদিকরাই যখন আক্রান্ত তখন আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। পুলিশ বরাবরই মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা কয়েকদিনের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

আরএমপি’র মূখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সাংবাদিকরা সম্মুখ সারির যোদ্ধা। তাদের পাশে আছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মহামারীর সময় সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ কাজে পেশাগত দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত হন একই বাসায় অবস্থান করা তিন সাংবাদিক ভাই। নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার মতো কেউ না থাকায় দায়িত্ব কাঁধে তুলে নেয় টিম আরএমপি। আজ (২২ জুন) সকালে তাদের চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিজের টিমকে নিয়ে যথাযথ নিরাপত্তা সহকারে বাসার দরজায় রেখে আসেন ওসি বোয়ালিয়া। কোভিড ১৯ মহামারীর সময় ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সকল পেশাজীবীর প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা।

 আরপি/ এআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top