রাজশাহী মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২

বাঘায় ইউএনও’র অভিযান


প্রকাশিত:
২২ জুন ২০২০ ০১:১৪

আপডেট:
২৫ নভেম্বর ২০২৫ ২৩:৫২

ছবি: বাঘায় ইউএনও’র অভিযান

রাজশাহীর বাঘায় ইউএনও’র অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২১ জুন) অভিযান পরিচালনাকালে যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দিয়েছেন বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা।

এসময় তিনি বলেন, বাঘায় সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে বিকেল ৪ টার পর দোকান বন্ধের নির্দেশনাসহ অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে মানা করা হয়েছে। এতে বলা হয়েছে, রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচা-কেনা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।

করোনাভাইরাস জনিত রোগ কভিড-১৯ এর বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত মোতাবেক এসব নির্দেশনা দেয়া হয়েছে।

 

আরপি/আআ-২৩

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top