সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে মেয়র লিটনের শোক প্রকাশ

ভাষাসৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রথিতযশা সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ শনিবার ( ২০জুন) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
শোক বার্তায় মেয়র বলেন, ‘বরেণ্য সাংবাদিক কামাল লোহানী সাংবাদিকতার পাশাপাশি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে পুরোধা ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
আরপি/এমএএইচ-১৬
আপনার মূল্যবান মতামত দিন: