রাজশাহী বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশিত:
২০ জুন ২০২০ ২৩:৫৪

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০৫:১৩

ছবি: গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন (৮০) শনিবার (২০ জুন) সকাল ১০ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নিহত বীর মুক্তিযোদ্ধা উপজেলার মহিশালবাড়ী গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে।

মহিশালবাড়ী গোরস্থানে নামাজে জানাজার শেষে শনিবার বিকেল সাড়ে ৪ টায় মহিশালবাড়ী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশ ও সেনাবাহিনী পৃথক পৃথক গার্ড অফ অনার প্রদান করেন।

তার জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী,গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস,গোদাগাড়ী মডেল থানার অফিসার চৌকস পুলিশ সদস্যসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top