রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

রামেক ল্যাবে নতুন ১২ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২০ জুন ২০২০ ০০:৩৭

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৩৪

ছবি: রাজশাহী মেডিকেল কলেজ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে নতুন করে আরও ১২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২ জন, পাবনার ৭ ও নাটোরের ৩ জন। শুক্রবার বিকেলে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮২ জনের নমুনার। যার মধ্যে ১২ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর দুইজন, পাবনার সাতজন ও নাটোরের তিনজন রয়েছে। রাজশাহীর আক্রান্তদের মধ্যে একজন নগরীর ও  অপরজন চারঘাটের।

এর আগের দিন বৃহস্পতিবার এ ল্যাবে ২৬ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়। এ মধ্যে রাজশাহী নগরের ৫ জন, পাবনার ১৪ জন ও নাটোরের ৭ জন ছিল। এছাড়াও এ দিন রামেক হাসপাতালে ল্যাবে আরও ২০ জন শনাক্ত হয়।

বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় আক্রান্ত ২০০ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ৯২ জন। এছাড়াও বাঘায় ১২ জন, চারঘাটে ১৪ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৬ জন, বাগমারায় ১২ জন, মোহনপুরে ২১ জন, তানোরে ১৭ জন, পবায় ১২ জন ও গোদাগাড়ীতে একজন।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও একজন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৫৩ জন। এর মধ্যে নগরের আটজন, বাঘায় তিনজন, চারঘাটে দুইজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় চারজন

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top