রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

গোদাগাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশিত:
১৯ জুন ২০২০ ০০:৩০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৮:১৭

গোদাগাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে  সামাজিক দূরত্ব বজায় রেখে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় এ প্রশিক্ষণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
 
মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাওহীদুল মজিদ । প্রস্তাবনা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ মহল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা বিষয়ক অফিসার রাসেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস প্রমূখ। 
 
কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষিক, সুধী সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে তামাক নিয়ন্ত্রণে মোবইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মূক্ত করণ, তামাক বিরোধী প্রচারণা ও তামাক  কোম্পানির বিজ্ঞাপন অপসারণ বিষয় কমিটি ভুক্ত সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
 
আরপি/এমএএইচ-০৯


আপনার মূল্যবান মতামত দিন:

Top