রাজশাহী শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ৩রা ফাল্গুন ১৪৩১

দুর্গাপুরে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের করোনা শনাক্ত


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ২২:৩৯

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৮

দুর্গাপুরে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের করোনা শনাক্ত

 

দুর্গাপুরে নারায়ণগঞ্জ ফেরত রেজাউল ইসলাম রেজা (২৮) নামের এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজালখলসী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। সে ঢাকার নারায়ণগঞ্জে একটি বে-সরকারী কোম্পানীতে চাকরি করতেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, আক্রান্ত ওই যুবক নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে চাকুরী করতেন। গত (১০জুন) বৃহস্পতিবার সে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন। পরদিন ১১ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমূনা সংগ্রহ করে। ১৮জুন বৃহস্পতিবার সকালে তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়ও আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ পর্যন্ত দুর্গাপুর উপজেলায় মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩জন করোনামুক্ত হয়েছেন।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top