বাঘায় পদ্মায় ডুবে নিখোঁজ কৃষকের লাশ ১ দিন পর উদ্ধার

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ ১দিন পর ওহিদুল ইসলাম নামের এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা দিকে আলাইপুর সাবু কানার ঘাটের আধা কিলোমিটার দক্ষিনে লাশ ভেসে উঠলে স্থানীরা তাকে উদ্ধার করে। নিখোঁজের ২১ ঘন্টা পরে তার লাশের সন্ধান পাওয়া যায়।
জানা যায়, উপজেলার আলাইপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে কৃষক ওহিদুল ইসলাম (৪৫) বুধবার দুপুর দেড় ১ টায় আলাইপুর সাবু কানার ঘাট পার হয়ে পদ্মার নদীর ওইপারে আতারপাড়া চরে ঘাস কেটে সাঁতরে বাড়ি ফিরছিল। এ সময় পদ্মা নদীর মাঝখানে এসে স্রোতে ডুবে নিখোঁজ হয়।
পরে পরিবারের লোকজন পদ্মা নদীর মধ্যে জাল দিয়ে খোঁজ করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আলাইপুর সাবু কানার ঘাটের আধা কিলোমিটার দক্ষিনে লাশ ভেসে উঠলে স্থানীরা তাকে উদ্ধার করে। পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর সাবু কানার ঘাটের কালাম মাঝি বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ঘটনাটি শুনেছি। তাকে স্থানীয়রা পদ্মা নদীতে জাল দিয়ে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার ডুবুরিকে জানানো হয়। ডুবুরি আসার আগেই পদ্মায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
আরপি/এমএএইচ-০৬
আপনার মূল্যবান মতামত দিন: