রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

রামেক ল্যাবে সর্বোচ্চ ৪৩ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ০১:৫২

আপডেট:
১৮ জুন ২০২০ ০১:৫৪

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে এক দিনে সর্বোচ্চ ৪৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৭ জুন) ১৮৩টি নমুনার মধ্যে এই ৪৩টি নমুনা পজিটিভ এসেছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত নতুন ৪৩ জনের মধ্যে ৩৫ জনেরই বাড়ি পাবনা। আর ছয়জনের বাড়ি নাটোরে। অন্য দুইজন রাজশাহীর বাসিন্দা।

রাজশাহীতে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়াল। আর নাটোরে আক্রান্তের সংখ্যা হলো ৯৬ জন। এছাড়া নতুন ৩৫ জন শনাক্ত হওয়ায় পাবনায় কোভিড-১৯ রোগীর সংখ্যা হলো ২৪৭ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি। ল্যাবটিতে প্রতিদিন রাজশাহীর ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

 

আরপি/আআ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top