রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

মেসভাড়া ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের ডাক


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ০০:২২

আপডেট:
১৮ জুন ২০২০ ০১:৫২

ছবি: মেসভাড়া ইস্যুতে রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

রাজশাহীতে মেসভাড়া ইস্যুতে এবার আন্দোলনের ডাক দিয়েছে মেসের শিক্ষার্থীরা। মেসভাড়া মওকুফের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করবে তারা। এরপর জেলা প্রশাসক ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করবে শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেলে রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি রাজশাহী পোস্টকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। তাই সকল সাধারন ছাত্র-ছাত্রীকে নায্য দাবি আদায়ের এই কর্মসূচীতে উপস্থিত থাকতে বলা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানিয়েছেন তিনি।

 

আরপি/আআ-০৭

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top