রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় অবৈধভাবে দখলকৃত পুকুর উদ্ধার


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ০২:১১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:১৫

ছবি: বাঘায় অবৈধভাবে দখলকৃত পুকুর উদ্ধারে উপজেলা প্রশাসন

রাজশাহীর বাঘায় অবৈধ দখলদার কাছে হতে সরকারি দুটি পুকুর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুটি পুকুর উদ্ধার করে সাইবোর্ড টানিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন ।

জানা যায়, বাঘা উপজেলার আরিফপুর এলাকায় সরকারি দুটি পুকুর স্থানীয় আবুল কালাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে ভোগদখল করে মাছ চাষ করে আসছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পুকুর ছেড়ে দিতে বলা হলেও সে পুকুর দুটি ছেড়ে না দিয়ে জোর পূর্বক দখল করে মাছ চাষ করছিল।

অবশেষে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন পুকুর দুটি উদ্ধার করে সাইন বোর্ড টানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত দুটি পুকুর সরকারিভাবে লিজ না নিয়ে স্থানীয় আবুল কালাম জোরপূর্বক দখল করে খাচ্ছিলেন। পরে উপজেলা প্রশাসন পক্ষ থেকে পুকুর দুটি উদ্ধার করে ”৭১ মৎস্য সমবায় সমিতি”কে তিন বছরের জন্য লিজ দিয়ে সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top