রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

বাঘায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ২১:৫৯

আপডেট:
১৬ জুন ২০২০ ২২:০০

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের ফতিয়ার দাইড় গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ফতিয়ার দাইড় গ্রামের আশরাফ আলী ও মসগুল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাতালে ভর্তি করা হয়েছে।

উভয় পক্ষের আহতরা হলেন- মসলেম উদ্দিনের ছেলে মসগুল হোসেন (৫০), দুলাল হোসেন (৫৫),আক্কাছ আলীর ছেলে আশরাফ আলী (৬৫), বদরুজ্জামান (৩১), আলতাফ হোসেন (৫০), আশরাফ আলীর স্ত্রী নুরনাহার বেগম (৫৫),সাবিনা ইয়াসমিন, আতাউর রহমান (৬০)।

এদের মধ্যে আশরাফ আলী, আলতাফ হোসেন,বদরুজ্জামান,নুরনাহার বেগম ও আতাউর রহমানের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top