রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

বাঘায় সাপের কামড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ১৯:১৭

আপডেট:
১ মে ২০২৫ ০১:২৫

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে মান্না (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মান্না বাঘা উপজেলার মনিগ্রাম (মাদরাসা মোড়) এলাকার আবুল কাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এদিকে নিহত মান্নার ভাই জিয়া জানান, সোমবার দিবাগত রাতের কোন এক সময় তার ভাই মান্নাকে সাপে কমড়ে দেয়। বিষয়টি রাত ২ টার পরে বুঝতে পারে মান্না।

পরে তাকে করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গতে রয়েছে।

 

আরপি/এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top