রাজশাহী বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১

রাজশাহী বিভাগে একদিনে ৪জনের মৃত্যু, শনাক্ত ১৯৭


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ১৮:১৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:১৭

ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ১৯৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন আরো ৪জন। এদের সবাই বগুড়ার। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২হাজার ৭০৫জন। আজ মঙ্গলবার (১৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ৭০৫জন। এর মধ্যে মারাগেছেন ৩৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৪৬ জনসহ মোট সুস্থ্য ৫৮৩ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৬ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৩৭জন। ২২০ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে নওগাঁ।

এছাড়া রাজশাহী জেলায় ১৪৫ ও চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নাটোরে ৮৬ জন, সিরাজগঞ্জ ২১২ ও পাবনায় ২০৯ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

 

আরপি/এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top