রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মোহনপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ০২:৫০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৯

 স্বামী গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার গোছা সোনার পাড়া গ্রাম থেকে মৌসুমী আক্তার (১৯) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গৃহবধূর মা শামসুনাহার বাদি হয়ে আজ রোববার মোহনপুর থানায় হত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। মোহনপুর থানা পুলিশ স্বামী নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গৃহবধুর শ্বশুর পরিবারের দাবি, মৌসুমী আত্মহত্যা করেছেন। তবে গৃহবধুর মায়ের পরিবার বলছে, মৌসুমীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। মৌসুমী গোছা সোনার পাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী এবং ঢাকা গাজীপুরের এরশাদ আলীর মেয়ে।

মোহনপুর কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় তিন মাস আগে উপজেলার গোছা সোনারপাড়া গ্রামের আলামিন ইসলামের ছেলে নুর ইসলাম (২৬) সাথে মৌসুমীর বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামীর স্ত্রীর মধ্যে ঝড়গা বিবাদ লেগেই থাকত। শনিবার সন্ধার সময় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৌসুমীর লাশ পাওয়া যায়।খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ সন্ধার সময় লাশটি উদ্ধার করে।

গৃহবধূর মৌসুমীর বাবা এরশাদ আলী অভিযোগ করেন, দাম্পত্য কলহের জের ধরে মৌসুমীকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তারা।

মোহনপুর থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা বোঝা যাবে। থানায় হত্যার মামলা হয়েছে।

 

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top