বাঘায় অপহরণকারী গ্রেফতার, অপহৃত উদ্ধার

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে আরাফাত হোসেন অনিক (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চারঘাটের চার রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এদিকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার অনিক বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চকনারায়নপুর গ্রামের আসলাম হোসেন সরদারের ছেলে।
জানা যায়, অপহৃত স্কুল ছাত্রী (১৪) স্থানীয় এক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে অনিকসহ ৪-৫ জনে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে অনিককে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং অপহৃত স্কুল ছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
আরপি/আআ-১৭
আপনার মূল্যবান মতামত দিন: