ছাত্রলীগ নেতা জাকিরের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন মেয়র লিটন
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের ১ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে টিকাপাড়া কবরস্থানে মরহুম জাকিরের কবর জিয়ারত করেন মেয়র। এ সময় মরহুমের আত্মার মাগফিতার কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১জুন মৃত্যুবরণ করেছিলেন সৈয়দ জাকির হোসেন।
আরপি/ এএন-৩
আপনার মূল্যবান মতামত দিন: