রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

বাঘায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ


প্রকাশিত:
১১ জুন ২০২০ ২৩:৪২

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৩:১৬


রাজশাহীর বাঘায় দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা চত্বরে এই বাই সাইকেল বিতরণ করা হয়।
জানা যায়, চলতি অর্থ বছরে এডিপি’র অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুলের ২৫ জন দরিদ্র ও মেধাবী, এবং বাই সাইকেল চালাতে পারে এমন ছাত্রীদের মাঝে আনুষ্টানিকভাবে বাই সাইকেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম, মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।
এ বিষয়ে বাই সাইকেল প্রাপ্ত দিঘা বালিকা বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান নূরী জানায়, আমি খুব কষ্টে স্কুলে যাতাযাত করি। এই সাইকেল পেয়ে আমি অনেক খুশি হয়েছি। সরকারিভাবে এই সাইকেল পেয়ে স্কুলে যাওয়া এবং লেখা পড়ায় আমাকে আরো আগ্রহী করে তুলবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ট্যাক্র ভ্যাটসহ প্রতিটি বাই সাইকেলের সরকারি মূলো পড়েছে আট হাজার টাকা। এই সাইকেল পেয়ে মাঠ পর্যায়ে তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা রাখবে।এছাড়া বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু বলেন, নারীদের অধিকার বুঝে নেয়ার সময় এসেছে। শিক্ষিত নারীরা সোচ্চার হতে পারে সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top