রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

মোহনপুর উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ


প্রকাশিত:
১০ জুন ২০২০ ২৩:৩০

আপডেট:
১১ জুন ২০২০ ০০:০৩

উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণকালে

বিশ্বজুড়ে জেকে বসেছে মহামারী (নভেল-১৯) করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রাজশাহীতেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলায় ৯৬ জন শনাক্ত হয়েছে। আর মারা গেছেন চারজন।

এ ভাইরাসকে দমনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসংগম না করা, মাস্ক পরিধান করা, কিছুক্ষন পরপর হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রাজশাহীর মোহনপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মোহনপুর উপজেলা প্রশাসন।

আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে " মাস্ক পরুন নিরাপদ থাকুন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর থানা ও উপজেলা গেটের সামনে মোহনপুর উপজেলা স্কাউট দলের সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে রাস্তায় চলাচলকারী মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন মোহনপুর উপজেলা প্রশাসন।

মাস্ক বিতরণের সময় রাস্তায় চলাচলাকারী মানুষের মাঝে মাস্ক ব্যবহারে সচেতনতা তৈরিতে হ্যান্ড মাইকের মাধ্যমে ইউএনও, ওসি জনগণকে সচেতন করতে দেখা গেছে। এছাড়াও রাস্তায় চলাচলকারী মানুষের মাঝে ৩ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।

রাস্তায় চলাচলকারী জনগণের মাঝে মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি জাহিন বিন কাশেম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, জেলা পরিষদ সদস্য মাষ্টার শফিকুল ইসলাম, থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা স্কাউট দলের সম্পাদক সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, স্কাউট লিডার সোহরাব হোসেন, উপ পরিদর্শক এসআই আমজাদ হোসেন, সঙ্গীয় ফোর্সসহ স্কাউট দলের ১৬ জন স্কাউট সদস্য।

 

 

আরপি/এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top