রাজশাহী রেলস্টেশনে যাত্রীর মৃত্যু

রাজশাহী রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের এক যাত্রী ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মেই মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম নাম কুদ্দুস ওরফে রাজন (৫৫)। তার বাড়ি কুষ্টিয়ায়।
রেলওয়ে জিআরপি পুলিশ জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি হার্ট এর রোগী ছিলেন। চিকিৎসার জন্য রাজশাহী আসছিলেন। আজ দুপুরে ট্রেন থেকে প্লাটফরমে নেমেই মাথা ঘুরে পড়ে যান। পরে জিআরপি পুলিশ লাশটি মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারও তাকে মৃত ঘোষণা করেন।
আরপি/এমএএইচ-০৫
আপনার মূল্যবান মতামত দিন: