রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

রাজশাহীর সাংবাদিকদের করোনা পরীক্ষার উদ্যোগ


প্রকাশিত:
১০ জুন ২০২০ ০৫:১৮

আপডেট:
৩ মে ২০২৪ ১৬:৪২

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) লোগো

রাজশাহীর সাংবাদিকদের করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার (১০ জুন) থেকে পর্যায়ক্রমে সবাই নমুনা পরীক্ষা করানোর সুযোগ পাবেন।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতা ও বিষয়টি তদারকি করছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

একদিনে সবার পরীক্ষা করানোর সুযোগ পাওয়া সম্ভব নয়, এ কারণে সাংবাদিক ইউনিয়নের হয়ে প্রক্রিয়াটি সমন্বয় করবেন সংগঠনটির সহ-সভাপতি শরীফ সুমন। প্রতিদিন সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের তৃতীয় তলায় নমুনা সংগ্রহ করা হবে।

ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা নমুনা দিতে যাবেন, তাদেরকে বিষয়টি আগের দিন আরইউজের শরীফ সুমনকে অবহিত করতে হবে। মুঠোফোনে কল দিয়ে অথবা ক্ষুদেবার্তা পাঠিয়ে জানাতে হবে। আরইউজের পক্ষ থেকে তার সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যারা ইউনিয়নের সদস্য নন, কিন্তু মাঠের সাংবাদিকতায় অগ্রগামী, সম্মুখযোদ্ধা, তারাও করোনা পরীক্ষার জন্য যোগাযোগ করতে পারেন। সকলকেই এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে আরইউজে।

 

আরপি/ এএন-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top