রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

ঢাকা থেকে বাঘায় আসা গার্মেন্সকর্মী করোনা শনাক্ত : বাড়ি লকডাউন


প্রকাশিত:
১০ জুন ২০২০ ০৫:০১

আপডেট:
৭ মে ২০২৪ ০২:০৯

ফাইল ছবি

 

ঢাকা থেকে রাজশাহীর বাঘায় আসা এক গার্মেন্সকর্মী করোনা আক্রান্ত হয়েছে। ঘটনার পর তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার চিকিৎসক আখতারুজ্জামান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রাম গ্রামের মৃত শমসের আলীর ছেলে আব্দুল খালেক (৫৫) গত ৩০ মে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ি আসেন। তারপর সে ৬ জুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার চিকিৎসক আখতারুজ্জান জানান, ঢ়াকা ফেরত আব্দুল খালেক একজন গার্মেন্সকর্মী। সে জ্বর, সর্দি, কাশি নিয়ে নিজ বাড়ি আসে। পরে করোনা পরীক্ষার করার পর রির্পোট পজেটিভ আসে। তবে এই ঘটনার পর তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

আরপি/ এআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top