রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

করোনায় মৃতের জানাজায় সাংসদ আয়েন


প্রকাশিত:
৯ জুন ২০২০ ২৩:১০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০১:৩০

ছবি: করোনায় মৃতের জানাজায় সাংসদ আয়েন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রাজশাহীর মোহনপুরের মাদ্রাসা শিক্ষক লুৎফর রহমানের (৫২) জানাজার নামাজে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। আজ মঙ্গলবার উপজেলার বাকশিমইল গ্রামে পারিবারিক কবরস্থানে মৃতের লাশ দাফনের সময়ও উপস্থিত ছিলেন তিনি।

করোনায় মৃত লুৎফর রহমান সাংসদ আয়েন উদ্দিনের গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ফলে ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে আয়েন উদ্দীন বাকশিমইল গ্রামে ছুটে যান মৃতের জানাজায় অংশ নিতে। যা দেশের প্রথম কোনো এমপি করোনা আক্রান্ত মৃতের জানাযায় অংশ নিলেন।

এবিষয়ে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে একজন সাধারণ মানুষের জানাযায় অংশ নিব না এটা হতে পারে না। এই সময়ে সাধারণ মানুষের জানাযায় অংশ নেওয়া আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাই করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লুৎফরের জানাযায় অংশ নিয়েছি।’

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক লুৎফর রহমান। পরে হাসপাতালের পক্ষ থেকে লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়। পরে তারা লাশ নিয়ে গিয়ে দাফন করে।

এদিন সাংসদ ছাড়াও জানাজায় আরও অংশ নেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, ওসি মোস্তাক আহম্মেদ, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top