রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোদাগাড়ীতে মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় দোয়া


প্রকাশিত:
৯ জুন ২০২০ ০৪:৩৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

দোয়া মাহফিল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনা করে গোদাগাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় আওয়ামীলীগ। সোমবার বিকেলে উপজেলার রাজাবাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ সভাপতি অ্যাডঃ মকবুল খাঁ, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেম্বারসহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সিরাত উদ্দিন শাহিন।

 

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top