করোনায় আমরা কর্মহীন হয়ে পড়বো: কর্ণেল তুহিন
                                রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেছেন, আমাদের সবাইকে মিলে মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। ভাইরাসটি বাড়তে থাকলে আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে।
আর এভাবে চলতে থাকলে আমরা কর্মহীন হয়ে পড়বো। কষ্টের দিনগুলেতে একে অপরের পাশে দাঁড়াবো। সবাইকে নিয়ে খাবো। সবাইকে মিলে দুর্যোগ কাটিয়ে উঠতে হবে।
সোমবার দুপুরে নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ অসহায় পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল একেএম আরিফুল ইসলাম পিএসসি, উপ অধিনায়ক এ টি এম আহসান হাবীবসহ বিজিবির অন্যান্য সদস্যরা। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল চার কেজি, আটা চার কেজি, ডাল দুই কেজি ও লবন ৫০০ গ্রাম।
উল্লেখ, নওগাঁ সদর উপজেলার ১ হাজার ২১৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। এছাড়া নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় এ পর্যন্ত ৩ হাজার ২শ পরিবারকে ত্রান দেয়া হয়।
আরপি / এমবি-৪
বিষয়: নওগাঁ রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ করোনায় আমরা কর্মহীন হয়ে পড়বো: কর্ণেল তুহিন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: