ভবানীগঞ্জে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
বাগমারার ভবানীগঞ্জ পৌরবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে। সামান্য বৃষ্টিতে হাটু পানি বেঁধে যেতো পৌরসভার এই প্রধান রাস্তায়। যানবাহন সহ লোকজনের চলাচলে কষ্টের শেষ ছিলনা। সেই কষ্ট দূর করতেই বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়।
শনিবার প্রধান অতিথি হিসেবে ভবানীগঞ্জ কলেজ মোড় হতে জিরোপয়েন্ট হয়ে ব্রীজঘাট ও চাঁনপাড়া গোডাউন মোড় পর্যন্ত রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সহকারী প্রকৌশলী লিটন মিঞা, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুৃুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবুন্দ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম প্রমুখ।
ভবানীগঞ্জ কলেজ মোড় হতে জিরোপয়েন্ট হয়ে ব্রীজঘাট ও চাঁনপাড়া গোডাউন মোড় পর্যন্ত রাস্তাটির কার্পেটিং কাজে ব্যয় হবে প্রায় ৪৬ লাখ টাকা। উদ্বোধন শেষে করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরপি/আআ-০৯
আপনার মূল্যবান মতামত দিন: