রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রামেকের করোনা ইউনিটে একজনের মৃত্যু


প্রকাশিত:
৪ জুন ২০২০ ১৯:২১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫২

রামেক হাসপাতাল

 

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আজিজুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
আজিজুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। গত মঙ্গলবার তিনি করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি করোনায় মারা গেছেন কি-না নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে তার মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

আরপি/ এআর-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top