মোহনপুরে পটল ক্ষেতে গাঁজা চাষ, আটক ১

রাজশাহীর মোহনপুরে পটল ক্ষেতে গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই ক্ষেত থেকে ২ টি গাঁজাগাছ উদ্ধার করে। যার ওজন ১ কেজি ৫০০ গ্রাম।
গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার পরিজুনপাড়া এলাকায় এসআই শিমুলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পটলের সবজি ক্ষেত থেকে পুলিশ গাঁজা গাছ ও গাঁজা উদ্ধার করে । এই ঘটনায় মতিউর রহমান (২৬)কে আটক করেছে পুলিশ। মতিউর রহমান পরিজুনপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার করিশা গ্রামের রমজান আলী শাহের পরিজুনপাড়াতে কিছু জমি ছিল যা পটল চাষের জন্য বর্গা নেয় মতিউর রহমান। পটল চাষের অন্তরালে সে জমিতে গাঁজার গাছ লাগিয়ে রাতে গাছগুলি পরিচর্চা করতো । এমন সংবাদ পেয়ে পুলিশ পটলের ক্ষেত থেকে গাছ ও গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে মোহনপুর থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: