রাজশাহী রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬, ১৯শে মাঘ ১৪৩২

আড়ানী ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা


প্রকাশিত:
১ জুন ২০২০ ২৩:১৬

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬

ছবি: আড়ানী ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  সোমবার সকালে আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।

আয়োজিত আড়ানী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম রফিক।

সচিব হাসানুজ্জামনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন মেম্বর কালাম মন্ডল, মোজাম্মেল হক, মাসুদ রানা, মশিউর রহমান, কালাম হোসেন, আজিজুর রহমান, মাসুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন সরকার, ছলিম উদ্দিন সরকার, নারী সদস্য ময়না বেগম, সাদিরা বেগম, পপি বেগম প্রমুখ।

বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন সচিব হাসানুজ্জামন। এই বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ১০ টাকা। ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৭ লক্ষ ১০ হাজার ১০ টাকা। এছাড়া উদ্ধৃত্ত রয়েছে ২০ হাজার ৪০০। 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top