মোহনপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২
রাজশাহীর মোহনপুরে ভুটভুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসি ভুটভুটি চালক ও ১ যাত্রীকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুটভুটি চালক জাহিদ হাসানের বাম পায়ের পাতা গুরুতর জখমে প্রচুর রক্ত ক্ষরণ ও গরম পানিতে ঝলসে গেছে। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
অপর যাত্রী আলমের পা গরম পানিতে পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুটভুটি চালক নওহাটার বাগধানী হতে মাছের পোনা অবমুক্ত করে উপজেলার কুঠিবাড়ী গ্রামে ফিরছিল ভুটভুটিটি প্রাণী সম্পদ অফিসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল রাস্তার মাঝখানে আসলে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
জাহিদ হাসান (১৮) উপজেলার কুঠিবাড়ী গ্রামের জেহের আলীর ছেলে। যাত্রী আলম (৩২) বারুইপাড়া গ্রামের মৃত সেকেন্দারের ছেলে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: