রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

পুলিশ সদর দপ্তরে এএসপি করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১ জুন ২০২০ ০৩:৫৬

আপডেট:
১ জুন ২০২০ ০৩:৫৭

ছবি: পুলিশ সদর দপ্তর

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে থাকা এক শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার (এএসপি) করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি পজিটিভ। বাকি সব রিপোর্ট নেগেটিভ। করোনা আক্রান্ত এএসপির বয়স ২৯ বছর। তিনি বাইরের জেলা থেকে প্রশিক্ষণে সারদা এসেছেন।

সাইফুল ফেরদৌস আরও জানান, শনিবারও পুলিশ একাডেমির ৫১ জনের নমুনা পরীক্ষায় সবার রিপোর্ট নেগেটিভ। রোববার পুলিশ একাডেমির ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পুলিশ একাডেমির মোট ৯৮টি নমুনার মধ্যে একটি পজিটিভ পাওয়া গেল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

হাসপাতালের ল্যাবে নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখা বেড়ে ৫২ জনে দাঁড়ালো। আর রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন। তবে আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুইজন। মৃৃত দুইজনের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top