বাঘায় বিশ্ব তামাক দিবস পালিত

রাজশাহীর বাঘায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় আলোচনা সভা শেষে বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ করার মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।
নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। অন্যান্যদের উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ এলাকার সুধীজন, শিক্ষক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে তামাকজাত দ্রব্যরে বিজ্ঞাপন প্রর্দশন অপসারণ করাসহ প্রকাশে ধুমপান (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুসারে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়ে কিছু সংখ্যক দোকানদারকে সচেতন করেন এবং একজন ধূমপায়ীকে ৪ (১) ধারা লংঘনে ৩০০ টাকা জরিমানা করেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: