রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মোহনপুরে রাতের আধারে কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা


প্রকাশিত:
৩১ মে ২০২০ ০৫:১০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:০৪

ছবি: আহত কলেজছাত্র

রাজশাহীর মোহনপুরে রাতের আধারে এক কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার পর মৌগাছি ইউপির বাটুপাড়া স্কুল মাঠে রিপন (২২) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৩-৪ জনের সংঘবদ্ধ একটি দল।

গুরুত্বর আঘাতপ্রাপ্ত বাটুপাড়া গ্রামের রিপনের বাবা আলতাব হোসেন অভিযোগ করে বলেন, শনিবার রাতে আমার ছেলে রিপন বাড়ী ফেরার সময় বাটুপাড়া স্কুল মাঠে পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় তাকে বিভিন্ন ধরণের ধারলো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। মাথায় গুরুতর জখম কয়েকবার বমি ও চোখে ঝাপসা দেখায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কলেজ তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে।

রিপনের বাবা আরও বলেন, বেশ কিছুদিন ধরেই হামলাকারীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছিল।

এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top