রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

বাসায় ফিরলেন সাংসদ আয়েন


প্রকাশিত:
৩০ মে ২০২০ ২২:০১

আপডেট:
৩০ মে ২০২০ ২২:০২

রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন রামেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। এর আগে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আয়েনের অসুস্থতার খবরে তাকে দেখতে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।

সাংসদের ঘনিষ্ঠ সূত্র জানায়, সাংসদ উচ্চ রক্তচাপে ভূগছিলেন। এ কারণে তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। সূত্রটি আরো জানায়, এমপি আয়েন উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে বাথরুমে যান।

এরপর তিনি মাথা ঘুরে সেখানে পড়ে যেতে থাকেন। তবে কোন মতে বাথরুম থেকে বাইরে বের হয়ে এসে সোফায় বসে পড়েন।

তারপর ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক হলে পরিবারের লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নিয়ে যান।

হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে, আয়েন উদ্দিনের ব্লাডপ্রেসার, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, উচ্চরক্তচাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top