রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় পরিবারের নিরাপত্তা চেয়ে এক নারীর জিডি


প্রকাশিত:
২৯ মে ২০২০ ০১:১৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:২৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডাইরি (জিডি) করেছেন উপজেলার আশরাফপুর গ্রামের সামশেদ মন্ডলের স্ত্রী চাম্পা বেগম।

চাম্পা বেগমসহ তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনসহ মারধরের হুমকি দেওয়ায়, একই উপজেলার করারি নওশারা গ্রামের শেরজাম মন্ডলের দুই ছেলে-নওশাদ আলী,খোরশেদ আলী,মৃত গকুল মন্ডলের ছেলে আকবর মন্ডল ও তার দুই ছেলে-কামরুল ইসলাম,জামরুল ইসলামসহ উজ্জল ও নয়নের বিরুদ্ধে সাধারন ডাইরি (জিডি)করেন ওই নারী।

(বাঘা থানার জিডি নং-১০২১ তাং-২৮-০৫-২০২০ ইং)। বিষয়টি নিশ্চিত করেছেন, বাঘা থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top