রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোদাগাড়ীতে মাটি চাপা পড়ে ২ সন্তানের মা নিহত


প্রকাশিত:
২৭ মে ২০২০ ০৪:৫৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

মাটি চাপা পড়ে নিহত জাহানারা বেগমের লাশ

রাজশাহীর গোদাগাড়ীতে ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে দুই সন্তানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। নারীর নাম জাহানারা বেগম (৩৮)। তিনি উপজেলার সুলতানগঞ্জ রঘুনাথপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

আজ মঙ্গলবার বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে কালবৈশাখী ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই নারী ঝড়ের সময় ঘরের টিনের চালা উড়ে যেতে দেখে শয়নকক্ষের খাটের নিচে দুই সন্তানসহ অবস্থান নেন । কিন্তু ঝড়ে দেয়াল ভেঙ্গে খাটের উপরে পড়ে। এতে খাটের নিচে দেওয়ার চাপা পড়ে জাহানারা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অল্পের জন্য বেঁচে যায় তার দুই সন্তান। তারা সামান্য আহত হয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার জানান, নিহত ওই নারীর পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও তার পরিবারকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এরপরও তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top