গোদাগাড়ীতে উপসর্গ নিয়ে মৃত গার্মেন্টস ব্যবসায়ীর করোনা নেগেটিভ

রাজশাহীর গোদাগাড়ীতে করোনা উপসর্গ নিয়ে মৃত গার্মেন্টস ব্যবসায়ী শামীম রেজার (৩৫) করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তালেব।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ব্যবসায়ী শামীম রেজা। তিনি গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তালেব জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছু দিন যাবৎ জ্বর, ঠান্ডা, কাশি রোগজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। সুস্থ্য না হওয়ায় গত শনিবার তার দেহের নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার সকালে শামীমের করোনা নেগেটিভ রিপোর্টে হাতে এসে পৌঁছেছে। এ নিয়ে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নাই।
আপনার মূল্যবান মতামত দিন: