রাজশাহী বুধবার, ৯ই অক্টোবর ২০২৪, ২৫শে আশ্বিন ১৪৩১

ঈদ করা হলো না, সড়কে প্রাণ গেল নাসিমের


প্রকাশিত:
২৬ মে ২০২০ ০৫:১২

আপডেট:
৯ অক্টোবর ২০২৪ ১৫:৩৭

খাদে পড়া বিধ্বস্ত মোটরসাইকেল

রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারাংপুর এলাকায় শুভ নর্সারীর সামনে রবিবার রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।

নিহত অনার্স পড়ুয়া কলেজ ছাত্র নাসিম (২২) গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাংগোবাড়ী গ্রামের রব্বানীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গোদাগাড়ী থেকে বাড়ি ফেরার পথে সারাংপুর এলাকায় নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top