পুঠিয়ায় ২০০ নেতাকর্মীকে ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২০০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে ঈদ উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু। শুক্রবার (২৩ মে) বিকেলে পুঠিয়া সদর বাজারে নিজস্ব অর্থায়নে পোষাক সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ রানা, যুগ্ম-আহ্বায়ক কামরুল খান, বানেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন, সারাধণ সম্পাদক সাগর, ছাত্রলীগ নেতা সুমন, হিমেল প্রমূখ।
জানতে চাইলে পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু বলেন, ছাত্রলীগ সব সময়ই বন্ধু প্রতীম দল। এছাড়াও দেশের সব সংকটে ছাত্রলীগ কাঁধে কাঁধ রেখে কাজ করে। তাই সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকা, সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগেও সহায়তার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধ্য অনুযায়ী নিজ এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও সব সময় ছাত্রদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগ সভাপতি মিঠু।
আরপি/ এএন
বিষয়: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২০০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে ঈদ উপহার উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুর রহমান মিঠু
আপনার মূল্যবান মতামত দিন: