রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এতিম ও দুস্থ শিশুদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার


প্রকাশিত:
২৩ মে ২০২০ ০২:৫০

আপডেট:
২৩ মে ২০২০ ০৫:১৫

মোহনপুরে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নোমান আল ফারুক ও অন্যরা।

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর বিভিন্ন উপজেলায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী।

৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বগুড়ার পক্ষ হতে জেলার মোহনপুর, বাগমারা, তানোর থানা এলাকায় ৯টি এতিম খানায় ৩৮০ জন এতিম ও দুস্থ শিশুর হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেয়া হয়। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় মোহনপুর উপজেলার ধুরইল ইসলামিয়া এতিমখানার ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন ক্যাপ্টেন নোমান আল ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন- মোহনপুর-বাগমারা উপজেলার দায়িত্বে নিয়োজিত বেঙ্গল ক্যাভালরি লেফটেন্যান্ট শেখ আরমান, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওহাব, প্রধান মুহতামিম মাওলানা আলহাজ্ব আরিফুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ক্যাপ্টেন নোমান আল ফারুক জানান, মুজিববর্ষে ঈদের দিন এতিম ও দুস্থরা যাতে একটু ভালো পোষাক ও খাবার পায় সেজন্যে সেনাবাহিনীর এই ক্ষুদ্র প্রচেষ্টা। 

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top