সুবিধাবঞ্চিতদের মাঝে ‘আলোর পথযাত্রী’র ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথযাত্রী’। বৃহস্পতিবার সংগঠনের চার বছর পূর্তিতে ঈদকে সামনে রেখে উপজেলার দেবীপুর, নান্দোপাড়া, চৌপুকুরিয়া ও ভাল্লুকগাছি এলাকার ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে ঐ সকল এলাকার ৫০ জন অসহায় মানুষের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, ময়দা ইত্যাদি বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি আব্দুর রউফ রেইন, যুগ্ম-সম্পাদক নাহিদুল ইসলাম, সদস্য অনিক, সজল প্রমূখ।
সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, এই সুবিধাবঞ্চিত মানুষ আপনার আমার কারো ভাই, বোন, আত্মীয়স্বজন। আসুন ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিই। সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।
প্রসঙ্গত, সংগঠনটি বিভিন্ন সময় করোনা ভাইরাস সংক্রমণরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি হ্যান্ডবিল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
আরপি/এমএইচ
বিষয়: ঈদ সামগ্রী বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: