রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মার্কেটমুখী হওয়ার চেষ্টা করলেই শাস্তি


প্রকাশিত:
২১ মে ২০২০ ১৮:৪৬

আপডেট:
২১ মে ২০২০ ১৯:০১

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়াতেও সকালেই রাজশাহীতে কেনাকাটা করতে মার্কেটমুখী হওয়ার চেষ্টা করেন ক্রেতারা।  প্রশাসনের কড়া পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের। এসময় ব্যবসায়ীসহ অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এছাড়াও ক্রেতারা মার্কেটে যাওয়ার চেষ্টা করায় তাদেরকেও জরিমানা করা হয়। অনেকে রাস্তার মধ্যে শাস্তি হিসেবে দাঁড় করে রাখা হয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন রাজশাহী নগরীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে যে দোকান খুলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে যা যা করার দরকার আমরা তাই করবে।

 

 আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top