রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

অসুস্থ ১৬জন নির্মাণ শ্রমিক পেলেন আর্থিক অনুদান


প্রকাশিত:
২০ মে ২০২০ ০৫:২০

আপডেট:
৪ মে ২০২৪ ০৫:৪৬

আর্থিক অনুদান প্রদান

রাজশাহী অসুস্থ ১৬জন নির্মাণ শ্রমিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনে দুইজন শ্রমিকের হাতে অনুদানের চেক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ইমারত নির্মাণ শ্রমিক কল্যান ইউনিয়ন বাংলাদেশের উদ্যোগে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এই অনুদান প্রদান করা হয়েছে। অসুস্থ ৫জন শ্রমিকের প্রত্যেকে ২৫ হাজার টাকা এবং বাকি ১১জন প্রত্যেকে ২০ হাজার টাকা করে অনুদান পেলেন।

নগর ভবনে মেয়র কর্তৃক দুইজনের হাতে চেক বিতরণ করার পর ইনসাব রাজশাহী জেলা কার্যালয়ে বাকিদের মাঝে চেক বিতরণ করা হয়। নগর ভবনে চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলী, আজিজুল হক বাঙালীসহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী জেলাসহ সভাপতি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু প্রমুখ।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top