রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

মেয়রের ত্রাণ তহবিলে ঈদ উপহার দিলেন ব্যাংক এশিয়া’র কর্মকর্তারা


প্রকাশিত:
২০ মে ২০২০ ০৫:১২

আপডেট:
৮ মে ২০২৪ ০৪:০২

মেয়রের ত্রাণ তহবিলে ঈদ উপহার দিলেন ব্যাংক এশিয়া’র কর্মকর্তারা

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে খাদ্য সামগ্রীর ১০০ প্যাকেট ঈদ উপহার প্যাকেট ও ১৫০টি মাস্ক দিয়েছেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশন রাজশাহীর কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেলে নগর ভবনে মেয়রের নিকট এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করেন তারা। এ সময় মেয়র তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশন রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক খাদেমুল ইসলাম, জেলা ব্যবস্থাপক হাশমত আলম ও আবু বক্কর সিদ্দিক, কর্মকর্তা সোহেল রানা, আবু হানিফ, শহিদুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top