রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ড্রেনের পাশে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন


প্রকাশিত:
২০ মে ২০২০ ০৫:০৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৭:৪০

 রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন

চলমান করোনা পরিস্থিতির মধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার নাহার একাডেমি থেকে শুরু হয়ে সিটি হাট পর্যন্ত দুই কিলোমিটার ড্রেনের পাশের রাস্তার কার্পেটিং কাজ শেষ হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় এই রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে কাজের অগ্রগতি ও গুনগত মানের ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন মেয়র।

রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, এই রাস্তার কার্পেটিং কাজ বেশকিছুদিন আগেই শুরু হয়েছিল। করোনা পরিস্থিতির কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। তবে মন্ত্রণালয়ের নিদের্শনার পর কয়েকদিন ধরে কাজ চলছে।

আজ নাহার একাডেমি থেকে সিটি হাট পর্যন্ত দুই কিলোমিটার ড্রেনের পাশের রাস্তার কার্পেটিং কাজ শেষ হয়েছে। দুই কিলোমিটার রাস্তা, কালর্ভাট, রেলিংসহ অন্যান্য কাজে ব্যয় ধরা হয়েছে চার কোটি ২৭ লাখ টাকা। ড্রেনেজ প্রকল্পের আওতায় এটিসহ মোট ১১টি ড্রেনের ৮ কিলোমিটার রাস্তা হবে।

ড্রেনের পাশে পাকা রাস্তার কারণে ড্রেনের ময়লা-আবর্জনা পরিস্কার কাজ সহজ হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচল সহজ হবে। মেয়রের উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, শামসুজ্জামান রতন প্রমুখ।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top