বাড়ি বাড়ি ঘুরে ঈদ সামগ্রী দিলেন সাংসদ ফারুক চৌধুরী

ব্যক্তিগত অর্থায়নে নিজ সংসদীয় রাজশাহী-১(গোদাগাড়ী তানোর) এলাকার গোদাগাড়ীতে অসহায় শতাধিক মানুষকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। মঙ্গলবার (১৯ মে) গোদাগাড়ী উপজেলার দেওপাড়া, রিশিকুল,পাকড়ী ইউনিয়নে এসব উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন তিনি।
এর আগে, গত ১৫ মে তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণের কাজ শুরু হয়।
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব ঈদ উপহার বিতরণ করছেন।
ঈদ উপলক্ষে সংসদ ব্যক্তিগত অর্থায়নে শতাধিক প্রতিটি পরিবারকে একটি বাক্সে ভাতের চাউল ৪ কেজি, পায়েসের চাউল ১ কেজি, ২ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট খেজুর, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কোজি লাচ্চা সেমাই ও শরবতের জন্য একটি করে ট্যাংয়ের প্যাকেট দেয়া হয়।
এছাড়াও ২০০ জন কর্মহীন পরিবারের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য। ইতোমধ্যেই তিনি ব্যক্তিগত অর্থায়নে হাজার হাজার অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: