চারঘাটে মুরগি ও আদা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর চারঘাটে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুস্তাকিন (৩০) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌরাস্তা মোড়ে স্বাধীনতা চত্বরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিপ্লব আলী (৩৫) ও আলীম হোসনে (৪০)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া জেলায়।
জানা যায়, রাতে আদা বোঝাই একটি ট্রাক রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। চৌরাস্তার মোড়ে পৌঁছালে মুরগি বোঝাই একটি ট্রাকের সাথে আদা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে নেয়ার পর হেলপার মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দু’জনকে রামেক হাসপাতালে স্থানান্তর কর হয়। এসময় ট্রাকে থাকা প্রায় ৪০০ ব্রয়লার মুরগিও মারা গেছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুন্ডু বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাদী চাইলে মামলা দায়ের করা হবে।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: