‘মানবতার জাগরণে’ ৫০০ পরিবার পেল খাদ্যসামগ্রী

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। ফলে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। এমন দুর্যোগের সময় মানবতার সেবায় এগিয়ে আসছে বিভিন্ন সংগঠণ, ব্যক্তি ও সরকারি-বেসরকারি সংস্থা।
তেমনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জাগরণ’। ইতোমধ্যে সংগঠনটি ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে। গত ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তিন ধাপে সংগঠনটি ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সংগঠনটি পরিচালনা করছেন কয়েকজন উদ্যোমী যুবক। তারা হলেন- সংগঠনের আহ্বায়ক মনজুর ইসলাম টনি, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম খান ববিন, হারুন-অর-রশিদ, আমিনুল ইসলাম, মো. মাসুম, মো. জনি ও মাহফুজুর রহমান কানুন।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম খান ববিন সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ববিন খান জানান, প্রধানমন্ত্রীর সারথি হয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তার প্রচেষ্টায় খাদ্য পাচ্ছেন হাজার হাজার অসহায় মানুষ। তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন বলে জানান ববিন খান।
ববিন খান বলেন, এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অসহায়, দুস্থদের পাশে থাকতে পেরে আমি ও সংগঠনের সদস্যরা খুবই আনন্দিত। সামনে অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন দিয়ে পাশে থাকার চেষ্টা করব। এই সময় নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীতেও দুস্থদের পাশে থাকবেন বলে জানান তিনি।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: